• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ধারাভাষ্যে তামিমের অভিষেক

ধারাভাষ্যে তামিমের অভিষেক

স্পোর্টস ডেস্ক

বিপিএলের এবারের আসর থেকে তার দল বাদ পড়েছে আগেই। আপাতত আর কোনো খেলা নেই। তাই তো তামিম ইকবাল দেখা দিলেন নতুন রূপে। বিপিএলে তার দল মিনিস্টার গ্রুপ ঢাকা প্লে অফের আগেই বিদায় নিয়েছে। তবে বিপিএলের বাকি ম্যাচগুলোতে দর্শক না হয়ে বরং ধারাভাষ্যে মনোযোগ দিয়েছেন দেশসেরা ওপেনার।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) এলিমিনেটরে খুলনা টাইগার্স- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচে ধারাভাষ্য দিয়েছেন তামিম। চট্টগ্রামের বিপক্ষে ১৯০ রান তাড়ায় যখন খুলনা ব্যাট করছিল তখন ধারাভাষ্যে এডওয়ার্ডস রেইসফোর্ডের সঙ্গে যোগ দেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। পরে তার সঙ্গে যোগ দেন আতাহার আলি খান।

পরে ধারাভাষ্য দিয়ে বেরিয়ে যাওয়ার সময় তামিম আসেন প্রেসবক্সে। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপে জানান, পাকিস্তান সিরিজেও ধারাভাষ্য দেয়ার কথা ছিল তার। কিন্তু তিনি তখন সময় দিতে পারেননি।

তামিম বলেন, ‘আজ এমনিতে বিসিবিতে এসেছিলাম, একটা সভা ছিল। তারা বললেন একটু ধারাভাষ্যে আসতে। ভাবলাম চেষ্টা করে দেখি। প্রথমবার ধারাভাষ্য দিয়ে খুব ভাল লাগল। তবে আপাতত ধারাভাষ্য নিয়ে কোন পরিকল্পনা নেই। আগামীর জন্য এটা খুব ভালো একটা অপশন হতে পারে।'

 

এবি/এসএন

১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৩পিএম, ঢাকা-বাংলাদেশ।