• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপের সুপার ফোরের লড়াই শুরু

এশিয়া কাপের সুপার ফোরের লড়াই শুরু

স্পোর্টস প্রতিবেদক

এশিয়া কাপে সুপার ফোরের লড়াই শুরু হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) সংযুক্ত আরব আমিরাতের শারজায় শ্রীলঙ্কা-আফগানিস্তান সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে।

আসরের প্রথম ম্যাচেও এই দুই দলের দেখা হয়েছিল, তখন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। এই যাত্রায় টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা।

ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করেছে আফগানরা। দুই উদ্বোধনী ব্যাটসমেন হজরতুল্লাহ জাজাই ও রহমানুল্লাহ গুরবাজ ক্রিজে রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এই জুটি ৪ ওভারে ৪০ রান তুলেছে। রান রেট গড়ে ১০।

শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চরিথ আসালাঙ্কা, দানুস্কা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকশানা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা

আফগানিস্তান একাদশ
হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), করিম জানাত, রশিদ খান, সামিউল্লাহ শিনওয়ারি, নাভিন-উল-হক, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকি।

০৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৮পিএম, ঢাকা-বাংলাদেশ।