• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে হার্দিক পঞ্চম, বোলিংয়ে সাকিবের উন্নতি

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে হার্দিক পঞ্চম, বোলিংয়ে সাকিবের উন্নতি

ছবি: আইসিসি

স্পোর্টস প্রতিবেদক

চলমান এশিয়া কাপে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে সাকিব-হার্দিকের। র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তানের বিপক্ষে অলরাউন্ডার পারফরমেন্সে আট ধাপ এগিয়ে পঞ্চম স্থান দখল করেছেন ভারতের হার্দিক পান্ডিয়া।

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বল হাতে ৩টি ও ব্যাট হাতে ১৭ বলে ৩৩ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন তিনি। ২৪৫ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানেই আছেন সাকিব। ২৫৭ রেটিং নিয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নাবী। র‌্যাঙ্কিংয়ে ১২তম নাবী। তবে বোলিং তালিকায় এক ধাপ এগিয়ে ৭৭তম স্থানে আছেন পান্ডিয়া। ব্যাটিং তালিকায় কোন উন্নতি হয়নি তার। ৭৬তম স্থানেই আছেন তিনি।

মঙ্গলবার রাতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে ১১ রান ও বল হাতে ৪ ওভারে ১৩ রানে ১ উইকেট নেন সাকিব। এমন পারফরমেন্সে আইসিসি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় এক ধাপ পিছিয়েছেন সাকিব। ৪১৬ রেটিং নিয়ে ৬৮তমস্থানে আছেন টাইগার অধিনায়ক। বোলারদের র‌্যাংকিংয়ে আট ধাপ এগিয়ে ১৯তমস্থানে জায়গা করে নিয়েছেন সাকিব। ৫৯১ রেটিং আছে তার।

বাংলাদেশের বিপক্ষে ১৭ বলে অপরাজিত ৪৩ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলায় র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় চার ধাপ এগিয়ে ৩০তমস্থানে উঠেছেন আফগানিস্তানে নাজিবুল্লাহ জাদরান। আফগানিস্তানের বিপক্ষে ধীর গতির ২৫ রানের ইনিংস খেলেও র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ২৫তমস্থানে উঠেছেন মাহমুদুল্লাহ। ওই ম্যাচে ৬ রান করায় চার ধাপ পিছিয়ে ৪০তমস্থানে নেমে গেছেন মোহাম্মদ নাইম। আফগানদের বিপক্ষে সুবিধা করতে পারেননি আফিফ হোসেনও। ১৫ বলে ১২ রান করেন তিনি। তাই তিন ধাপ পিছিয়ে ৫৭তমস্থানে আছেন আফিফ।

৩১ আগস্ট ২০২২, ১০:২৪পিএম, ঢাকা-বাংলাদেশ।