• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

টসে জিতে সাকিবের শুরু, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

টসে জিতে সাকিবের শুরু, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

স্পোর্টস প্রতিবেদক

টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব প্রথম ম্যাচ, আবার নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচের মাইলফলক। এমন মুহূর্তে টস জিতলেন সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

মঙ্গলবার (৩০ আগস্ট) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। গ্রুপ বি-তে নিজেদের প্রথম ম্যাচেই উড়ন্ত আফগানদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে টাইগাররা।

টাইগারদেরও লক্ষ্য এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ জয়। প্রতিপক্ষ যে-ই হোক লক্ষ্য বাস্তবায়নে নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিতে প্রস্তুত তারা।

এরই মধ্যে, ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশের উদ্বোধনী জুটি। নাঈম শেখ ও এনামুল হক বিজয়কে দিয়ে সূচনা করিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমদুউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: হযরতউলল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন-উল হক, মুজিব-উর রহমান, ফজল হক ফারুকি।

৩০ আগস্ট ২০২২, ০৮:০৩পিএম, ঢাকা-বাংলাদেশ।