• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কমেন্ট্রি বক্স থেকে বিদায় নিলেন ইয়ান চ্যাপেল

কমেন্ট্রি বক্স থেকে বিদায় নিলেন ইয়ান চ্যাপেল

ডেস্ক রিপোর্ট

ধারাভাষ্য থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের সাবেক তারকা ইয়ান চ্যাপেল। ক্রিকেট থেকে অবসরের পর ৪৩ বছর ধারাভাষ্যের সাথে যুক্ত ছিলেন চ্যাপেল।

সিডনি মর্নিং হেরাল্ডের উদ্বৃতি দিয়ে চ্যাপেলের ধারাভাষ্য ছাড়ার খবর নিশ্চিত করেছে ডেইলি মেইল।

১৯৮০ সালে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেন চ্যাপেল। ১৯৮০-৮১ সালে চ্যানেল নাইনের সঙ্গে ধারাভাষ্যকার হিসেবে চুক্তি করেন তিনি। পাশাপাশি এবিসিতে ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকার হিসেবে কাজ শুরু করেন চ্যাপেল।

ধারাভাষ্যকার থেকে অবসরের সাথে ক্যারিয়ারের অবসরের মিল পেয়েছেন চ্যাপেল। তিনি বলেন, ‘আমার ঐ দিনের কথা মনে পড়ে। যখন আমি বুঝেছিলাম যথেষ্ট ক্রিকেট খেলেছি। আমি ঘড়ির দিকে তাকালাম, সময়টা ছিল ৫টা ১১ মিনিট এবং ওই সময় ভাবলাম আমাকে যেতে হবে।’

১৯৬৪ সাল থেকে ১৯৮০ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৭৫ টেস্টে ৫৩৪৫ ও ১৬ ওয়ানডেতে ৬৭৩ রান করেছেন চ্যাপেল। আন্তর্জাতিক ক্রিকেটে ৩০ টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন চ্যাপেল।

১৪ আগস্ট ২০২২, ০৯:১৪পিএম, ঢাকা-বাংলাদেশ।