• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

এক দেশ বাদে আন্তর্জাতিক রুটে রাশিয়ার সব ফ্লাইট বাতিল

এক দেশ বাদে আন্তর্জাতিক রুটে রাশিয়ার সব ফ্লাইট বাতিল

প্রতিকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা হিসেবে আন্তর্জাতিক সব রুটে সব ফ্লাইট বাতিল করেছে রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লোট। ৮ মার্চ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে রাশিয়া যেসব দেশের ওপর নিষেধাজ্ঞা দেয়নি, সেসব দেশের বিমানের ফ্লাইট রাশিয়ায় যেতে পারবে।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থা ‘অ্যারোফ্লোট’-এর ফ্লাইট পরিচালনায় অতিরিক্ত বাধা দেয়া হচ্ছে দাবি করে আন্তর্জাতিক রুটে নিজেদের সকল ফ্লাইট বাতিল করে রুশ সরকার। তবে বেলারুশে রাশিয়ার নিয়মিত ফ্লাইট চলবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বেসামরিক বিমান পরিবহণ সংস্থা রোজাভিস্তাসিয়া আন্তর্জাতিক রুটে লিজ নেওয়া বিমান চলাচল বন্ধ করার সুপারিশ করে। রাশিয়ার মোট বিমানের অর্ধেকের বেশি লিজ নেওয়া বিমান।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর প্রতিবাদে আমেরিকাসহ পশ্চিমা প্রায় সব দেশ নিজেদের আকাশসীমায় রাশিয়ার বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। ফলে রুশ বিমানের গন্তব্য মারাত্মকভাবে সীমাবদ্ধ হয়ে পড়েছে।

অন্যান্য রুটে চলাচলও কঠিন হয়ে পড়ে। পাল্টা ব্যবস্থা হিসেবে ২৭ দেশের জন্য রাশিয়াও তার আকাশসীমা নিষিদ্ধ করেছে।

০৬ মার্চ ২০২২, ০৩:৪৪পিএম, ঢাকা-বাংলাদেশ।