• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউক্রেনে ইলন মাস্কের গুপ্ত ইন্টারনেট, ধ্বংস করতে মরিয়া রাশিয়া

ইউক্রেনে ইলন মাস্কের গুপ্ত ইন্টারনেট, ধ্বংস করতে মরিয়া রাশিয়া

প্রতিকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর দেশটির ইন্টারনেট ব্যবস্থা ধসে পড়েছে। বিকল্প উপায় হিসেবে যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠান ইলন মাস্কের ‘স্টারলিংক’-এর স্যাটেলাইট সেবা ব্যবহার করছিল ইউক্রেন। এবার ‘স্টারলিংক’-এর সেবা ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে রাশিয়া।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশ থেকে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিঙ্ক ইউক্রেনে স্যাটেলাইট ব্রডব্যান্ড সার্ভিস চালু রেখেছে। এই সেবা রাশিয়ার হামলার মুখে পড়েছে। রাশিয়া ক্রমাগত ব্রডব্যান্ড লাইন ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে।

রয়টার্স জানিয়েছে, স্টারলিঙ্ক ইন্টারনেট ব্যবহারের জন্য যে অ্যান্টেনা প্রয়োজন হয়, সেই অ্যান্টেটা কোনো কিছুর আড়ালে রেখেছে ইউক্রেন সরকার। স্টারলিংক কর্তৃপক্ষ এমন নির্দেশনা দিয়েছে। তবে রাশিয়ার সেনারা স্টারলিংকের অ্যান্টেনার সন্দেহভাজন এলাকায় লাগাতার রকেট হামলা শুরু করেছে। এতে যে কোনো সময় ইউক্রেনে ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

০৫ মার্চ ২০২২, ০৭:৫৩পিএম, ঢাকা-বাংলাদেশ।