• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পদত্যাগ করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি

পদত্যাগ করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের গুজরাটের রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি পদত্যাগ করেছেন। রাজ্যের রাজভবনে গভর্নর বা রাজ্যপাল দেবব্রতের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, শনিবার মুখ্যমন্ত্রী বিজয় রুপানি রাজ্যপালের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্র জমা দেয়ার পর তিনি ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া বলছে, বিধানসভা নির্বাচনের বছরখানেক আগেই বিজয় রুপানি পদত্যাগ করায় রাজ্য বিজেপির নেতৃত্ব নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কে হতে যাচ্ছেন গুজরাট বিজেপির নতুন নেতৃত্ব তা নিয়ে চলছে নানা রকম সমীকরণ মেলানো।

এদিকে শনিবার সংবাদ সম্মেলনে বিজয় রুপানি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব পাল্টানো উচিত। এটিই স্বাভাবিক। আমার দায়িত্ব পালনের সময় আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে রাজ্যের উন্নয়নের সুযোগ পেয়েছি। আমি চেষ্টা করেছি কাজ করার। কতটুকু পেরেছি সেটা মানুষ বলবে।

 

এবি/এসএন

১১ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৬পিএম, ঢাকা-বাংলাদেশ।