• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে মার্কিন হস্তক্ষেপ, ইমরান খানের অভিযোগের আসল জানা গেল

পাকিস্তানে মার্কিন হস্তক্ষেপ, ইমরান খানের অভিযোগের আসল জানা গেল

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্ষমতাচ্যুত হওয়ার ঝুঁকি প্রাথমিক ভাবে কাটিয়ে উঠেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু এখনো তার ক্ষমতা পাকাপোক্ত হয়েছে বলা যাবে না। তবে পার্লামেন্টে অনাস্থা ভোটের মুখোমুখি হয়ে ইমরান খান সব ঘটনার নেপথ্য দায় দিয়েছেন মার্কিন এক কুটনীতিকের ওপর। ইমরান বলেছিলেন, অনাস্থা ভোটে ইমরান খান টিকে গেলেও পাকিস্তান ভালো থাকবে না বলে ওই মার্কিন কুটনীতিক হুমকি দিয়েছিলেন।

এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ও দক্ষিণ এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

ইমরানের দাবি, ওয়াশিংটনে পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে কথোপকথনে লু বলেছিলেন, ‘অনাস্থা ভোটে ইমরান টিকে গেলেও পাকিস্তান বিপদে পড়বে। যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ক্ষমা করবে না।’

এদিকে বর্তমানে ডোনাল্ড লু ভারত সফরে রয়েছেন। তাই সুযোগ পেয়ে মার্কিন কর্মকর্তা ডোনাল্ড লুকে ইমরানের এ অভিযোগের বিষয়ে প্রশ্ন করেছিল ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

উত্তরে লু বলেছেন, ‘আমরা পাকিস্তানের দিকে নজর রাখছি। আমরা পাকিস্তানের সংবিধান ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল।’

এছাড়া ওয়াশিংটনের নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গে ইমরান খানের সরকার নিয়ে কথা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে ডোনাল্ড লু বলেন, ‘এটাই সব, এ প্রশ্নের জবাবে আপনাকে আমার এর চেয়ে বেশি কিছু বলার নেই।’

যদিও মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের বরাত দিয়ে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন বলছে, ‘এ অভিযোগের সত্য কোনো ভিত্তি নেই।’

০৫ এপ্রিল ২০২২, ০১:৪৯পিএম, ঢাকা-বাংলাদেশ।