• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে মার্কিন সিনেটে প্রস্তাব পাস

পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে মার্কিন সিনেটে প্রস্তাব পাস

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে হামলা চালানোর পর একের পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তার উপদেষ্টা, সেনা জেনারেলসহ উচ্চপদস্থরারও নিষেধাজ্ঞার কবলে পড়েছেন। এবার পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ উল্লেখ দিয়ে মার্কিন সিনেটে প্রস্তাব পাশ হয়েছে।

বিবিসি ও আল জাজিরার খবরে বলা হয়েছে, বিরল ক্রসপার্টি ভোটাভুটিতে সিনেট সদস্যরা পুতিন ও তার সরকারের ইউক্রেন আক্রমণের বিষয়টি তদন্তের জন্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানায়।

নিন্দা প্রস্তাবে বলা হয়েছে, ইউক্রেনে মানবতার বিরুদ্ধে অপরাধ, সহিংসতা ও যুদ্ধাপরাধের নিন্দা জানাচ্ছে মার্কিন সিনেট। এই অপরাধ করছে রাশিয়ান বাহিনী।

বিলটির উদ্যোগ নেন মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। এ নিয়ে তিনি এক বিবৃতিতে বলেছেন, আমার পরবর্তী পদক্ষেপ হচ্ছে—আমাদের ব্রিটিশ মিত্রসহ একসঙ্গে কাজ করা। আশা করি, অন্যরাও এর সঙ্গে যুক্ত হবে। আমরা একটি ইন্টেল সেল তৈরিতে কাজ করব, যা যুদ্ধাপরাধে যুক্ত রুশ সামরিক ইউনিটগুল এবং তাদের কমান্ডারদের নাম প্রকাশ শুরু করবে।’

১৬ মার্চ ২০২২, ০৩:২১পিএম, ঢাকা-বাংলাদেশ।