• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

‘ছুটির ঘণ্টা’ সিনেমার নির্মাতা আর নেই

‘ছুটির ঘণ্টা’ সিনেমার নির্মাতা আর নেই

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

কালজয়ী ‘ছুটির ঘণ্টা’ সিনেমার নির্মাতা আজিজুর রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

সোমবার (১৪ মার্চ) হৃদরোগে আক্রান্ত হয়ে কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নির্মাতা আজিজুর রহমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। কানাডার হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন তিনি। সোমবার হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন গুণী এই নির্মাতা। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বরেণ্য এই নির্মার্তা মেয়ে বিন্দি রহমান বলেন, “বাবা দেশে ফেরার জন্য পাগল হয়ে গিয়েছিলেন। কোভিডের কারণে আটকে ছিলেন। বাবাকে আর আটকে রাখতে পারলাম না। বাবার লাশ কানাডা থেকে ঢাকায় নেওয়ার প্রক্রিয়া চলছে। বগুড়ার সান্তাহারের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।”

প্রসঙ্গত, ১৯৮০ সালে মুক্তি পায় ‘ছুটির ঘণ্টা’ সিনেমা। নির্মাতা আজিজুর রহমানের হাতে নির্মিত সিনেমাটি আজও দর্শকের চোখ ভিজিয়ে দেয়। এছাড়া তিনি ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’-সহ বেশ কয়েকটি দর্শকনন্দিত সিনেমা নির্মাণ করেছেন।

১৫ মার্চ ২০২২, ০৪:১৩পিএম, ঢাকা-বাংলাদেশ।