• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে যেমন হবে টিম বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে যেমন হবে টিম বাংলাদেশ

প্রতিকী ছবি

স্পোর্টস ডেস্ক

চট্টগ্রাম টেস্টে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ। পঞ্চম দিনে এসে ম্যাচটি ড্র হয়ে যায়। এদিন শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২৬০ রান তোলে। দিনের ওভারও বেশি ছিল না। যে কারণে ম্যাচটি ড্র হিসেবেই মেনে নিয়েছে বাংলাদেশ।

চট্টগ্রামের টেস্ট শেষ হতে না হতেই এবার ঢাকা টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের দলে মাত্র একটি পরিবর্তন আনা হয়েছে।

চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তবে তার বদলি হিসেবে কোনো পেসার নেয়নি বিসিবি। বরং শরিফুলের ইনজুরিতে কপাল খুলেছে মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বির।

ঢাকা টেস্টে দলে যুক্ত হয়েছেন ইয়াসির। সিরিজের দ্বিতীয় টেস্টটি ২৩ মে থেকে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

দ্বিতীয় টেস্টের দলে জায়গা পেলেন যারা-

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত।

১৯ মে ২০২২, ০৪:৫৯পিএম, ঢাকা-বাংলাদেশ।