আসুন, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই
০৮:১৯এএম, ২৫ আগস্ট ২০২৪, রোববার
‘আল্লাহ হেফাজত করুন আমার স্ত্রী-কন্যাকে। কেউ (ফেনী) সদরের লালপুল বা আশপাশে থাকলে দোহাই লাগে, হেল্প করুন,’ ফেসবুকে পোস্টে লিখে এভাবেই স্ত্রী-কন্যাকে উদ্ধারের বিষয়ে সহযোগিতা চান একজন অসহায় স্বামী ও পিতা হুসাইন আজাদ। ঢাকায় কর্মরত পেশায় সাংবাদিক আজাদ লিখেছেন‘ ফেনী সদরের হাফেজিয়া এলাকা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে (২২ আগস্ট, বৃহস্পতিবার) বিকেল ৬:১৫ মিনিটে জ্যামের কারণে হেঁটে লালপুলের দিকে যাচ্ছিল আমার স্ত্রী সাবিনা সুলতানা প্রিয়া (২৬), মেয়ে আফরা সাইয়ারা হৃদি (৪), শ্যালিকা লিমা (২২)। ফেনী শহরে বোনের বাসায় যেতে রওনা দিয়েছে। ওদের ফোন নম্বর বন্ধ। লালপুলে প্রচুর পানির তোড়। শহরেও অনেক পানি। যারা আছেন, উদ্ধার করে বাসায় পৌঁছে দেওয়ার অনুরোধ।
বিস্তারিত