• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগ

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। নজরুল বিশ্ববিদ্যালয়েরই ফার্স্টক্লাস পাওয়া শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে চেয়ে পরীক্ষায় অযোগ্য বিবেচিত হয়েছে! তখন মনে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃক দেয়া সার্টিফিকেট জমা দিয়ে, সময় ফিরিয়ে নিয়ে নিজেকে যোগ্য করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। কারণ ঐখানে নজরুল বিশ্ববিদ্যালয় থেকে বেশি যোগ্য হওয়া যায়। আনিসুর রহমান নামে নিয়োগবঞ্চিত এক প্রার্থী সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ করেন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগ থেকে ফার্স্টক্লাসপ্রাপ্ত সাবেক ছাত্র। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।

বিস্তারিত