• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে জাতীয় সাহিত্য ফাউন্ডেশনের অভিষেক শুক্রবার

ময়মনসিংহে জাতীয় সাহিত্য ফাউন্ডেশনের অভিষেক শুক্রবার

নিজস্ব প্রতিবেদক

শিল্প-সংস্কৃতির নগরী খ্যাত ঐতিহ্যবাহী ময়মনসিংহে এবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে দেশের অন্যতম সাহিত্য সংগঠন ‘জাতীয় সাহিত্য ফাউন্ডেশন’। আগামী শুক্রবার (২৭ মে) বিকেলে সংগঠনের ময়মনসিংহ জেলার শাখার অভিষেক অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ময়মনসিংহ শহরের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য শিশুসাহিত্যিক ফারুক নওয়াজ।

অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি ড. আমিনুর রহমান সুলতানকে সংবর্ধনা প্রদান করা হবে। অভিষেক অনুষ্ঠানে ১০টি সাহিত্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন জাতীয় সাহিত্য ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি কবি মির্জা হজরত সাঈজী।

জাতীয় সাহিত্য ফাউন্ডেশনের ময়মনসিংহ শাখার সভাপতি অহনা নাসরিনের সভাপতিত্বে ও একই সংগঠনের সদস্য কবি পারভেজ শিহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবি মাহমুদ কামাল, কথাসাহিত্যিক মনি হায়দার, কবি সোহরাব পাশা, কবি আমিনুল শাহ, শিশুসাহিত্যিক আহমেদ জসিম, কবি স.ম. শামসুল আলম, ছড়াকার সরকার জসিম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাহাতুল রাফি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখবেন কবি মাহমুদ আল মামুন, কবি অর্ণব আশিক, কবি আসাদ উল্লাহ, গল্পকার নাহিদ হাসান রবিন, কবি আদিত্য নজরুল, কবি মামুন রশীদ, কবি মোস্তাফিজুর বাসার ভাষাণী, কবি স্বাধীন চৌধুরী ও কবি আলম মাহবুব।

২৪ মে ২০২২, ০৯:১৬এএম, ঢাকা-বাংলাদেশ।