• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুপুরের পর সারাদেশে হতে বৃষ্টি

দুপুরের পর সারাদেশে হতে বৃষ্টি

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (২২ মে) দুপুরের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হবে। এর মধ্যে দেশের ছয় বিভাগে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রবিবার (২২ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বেশির ভাগ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। তবে খুলনা ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা কম।

২২ মে ২০২২, ১২:৫০পিএম, ঢাকা-বাংলাদেশ।