• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদ্মায় স্পিডবোট ডুবি, উদ্ধার ১১

পদ্মায় স্পিডবোট ডুবি, উদ্ধার ১১

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

পদ্মা নদীর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বাংলাবাজার ঘাটমুখী একটি স্পিডবোট ডুবে গেছে। ওই স্পিডবোটে ঈদে ঘরমুখী ১১ যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই কোস্টগার্ড ও নৌপুলিশের পৃথক টিম উদ্ধার কাজ শুরু করেছে।

জানা গেছে, শনিবার সকালে শিমুলিয়া থেকে একটি স্পিডবোট শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। বোটটি পদ্মা সেতুর কাছে এলে ঢেউয়ের তোড়ে উল্টে যায়।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর কাছাকাছি আসার পর স্পিডবোটটির তলা ফুটো হয়ে যায়। এতে বোডটি ডুবে যায়। স্পিডবোটে থাকা ১১ যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, ১১ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আরও কয়েকজন নিখোঁজ রয়েছে বলে ধারাণা করা হচ্ছে।

কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহানুর আলী গণমাধ্যমকে বলেন, বোটটির তলা ফেটে ডুবে যায়। দুর্ঘটনাকবলিত সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ হয়েছেন কিনা তেমন খবর নেই। ঈদে ঘুরমুখোদের আরও সতর্ক ও সচেতন থাকা দরকার। ঝুঁকি নিয়ে স্পিডবোটে চলাচল করা থেকে বিরত থাকা উচিত।

৩০ এপ্রিল ২০২২, ০৪:০০পিএম, ঢাকা-বাংলাদেশ।