• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্বের দীর্ঘতম কাঠের রোলার কোস্টার ‘দ্য বিস্ট’

বিশ্বের দীর্ঘতম কাঠের রোলার কোস্টার ‘দ্য বিস্ট’

ছবি- সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদনের অন্যতম মাধ্যম ‘রোলার কোস্টার’। দেশের বিভিন্ন আধুনিক পর্যটন কেন্দ্রগুলোতে এখন রোলার কোস্টার দেখা যায়। কিন্তু আপনি কি জানেন, বিশ্বের সবচেয়ে বড় রোলার কোস্টার কোথায়? বিশ্বের দীর্ঘতম রোলার কোস্টারটির অবস্থান আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যের কিংস আইল্যান্ডে। ১৯৭৯ সালেই এটি বিশ্বের দীর্ঘতম রোলার কোস্টারের রেকর্ড গড়েছিল।

দীর্ঘদিন ধরে রেকর্ড ধরে রাখার পর এবার আরও বড় হচ্ছে ‘দ্য বিস্ট’ খ্যাত রোলার কোস্টারটি। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে কিংস আইল্যান্ডের পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, রোলার কোস্টারটি আরও শক্তিশালী করার জন্য এটিকে আরও দুই ফুট বাড়ানো হবে।

সিএনএন বলছে, বর্তমানে রোলার কোস্টারটির দৈর্ঘ্য তিন হাজার ৭৫৯ ফুট। আগামী মে মাসে রোলার কোস্টারটির দৈর্ঘ্য আরও ২ ফুল বাড়বে। কিংস আইল্যান্ড জানিয়েছে, রোলার কোস্টারটি ৪৫ ডিগ্রি থেকে ৫৩ ডিগ্রিতে পুনঃপ্রোফাইল করা হয়েছে। যে কারণে এটি টানেলের নিচের দিকে আসতে পারে এবং প্রথম টানেলের মধ্য দিয়ে দ্বিতীয় ড্রপটিতে আরোহীকে মাখন-মসৃণ স্থানান্তরে সক্ষম হয়।

০২ এপ্রিল ২০২২, ০৩:৩৩পিএম, ঢাকা-বাংলাদেশ।