সাকিবের দেশে ফেরা নিয়ে শঙ্কা কাটল
দেশের মাটিতে নিজের শেষ টেস্ট খেলতে অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে আর কোনো বাঁধা রইল না। সাকিবের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন আর উদ্বেগ তৈরি হয়েছে - তা 'আপাতত প্রশমন' করা হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
রবিবার গণমাধ্যমকে এসব কথা বলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
সাকিব আল হাসান দেশের মাটিতে নিজের শেষ টেস্ট খেলে এ ফরম্যাটকে বিদায় দিতে চেয়ে সামাজিক মাধ্যমে কয়েকদিন আগে এক পোষ্টে দিয়েছিলেন।
সাকিবের দেশে ফেরা এবং যাওয়ার ক্ষেত্রে কোন আইনী বাধা নেই জানিয়ে আসিফ মাহমুদ বলেছেন, “কোন আইনি সমস্যা এখন পর্যন্ত নেই এমনটাই দেখা যাচ্ছে। আইন তো আসলে আইনের মতোই চলে। সেটা আমি বলতে পারবো না। এরই মধ্যে আইন উপদেষ্টা বলেছেন।”