• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিআইইউতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ডিআইইউতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

ডিআইইউ প্রতিনিধি, ঢাকা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে শুরু হতে যাচ্ছে ইন্টার ডিপার্টমেন্ট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩। ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে টুর্নামেন্ট শুরু হবে।

এক নোটিশে জানানো হয়, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে যেখানে বিভাগের সবাইকে এই ইভেন্টে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

প্রতিটি ব্যাচ থেকে একটি দ্বৈত দল এবং একটি একক দল থাকবে। দ্বৈত দলের জন্য, উভয় খেলোয়াড়কে একই ব্যাচের হতে হবে। দ্বৈত দলের জন্য রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা এবং এককদের জন্য ৩০০ টাকা। প্রত্যেক ব্যাচকে ১০ জানুয়ারীর মধ্যে তাদের নিজ নিজ গাইড টিচারের কাছে থেকে নিবন্ধন ফর্ম সংগ্রহ করতে বলা হয়েছে।

এ বিষয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এস.এম সাজ্জাদ আহমেদ শোভন বলেন, প্রত্যেক সেমিস্টারে একাডেমিক পড়াশোনার পাশাপাশি খেলাধুলার আয়োজন করা হয় তারই ধারাবাহিকতায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্ট সফল করতে সকলের সহযোগিতা কামনা করছি।

০৮ জানুয়ারি ২০২৩, ০৪:৪৩পিএম, ঢাকা-বাংলাদেশ।