• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
টি-২০ বিশ্বকাপ

পাকিস্তানকে হারিয়ে প্রতিশোধ নিল ইংল্যান্ড

পাকিস্তানকে হারিয়ে প্রতিশোধ নিল ইংল্যান্ড

স্পোর্টস প্রতিবেদক

টি-২০ বিশ্বকাপের বড় মঞ্চে ৯২-এর প্রতিশোধ নিল ইংল্যান্ড। রোববার অস্ট্রেলিয়ার মেলবোর্নে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ইংলিশরা।

টস জিতে ইংল্যান্ড অধিনায়ক বাটলার পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ২০ ওভারে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে তুলে মাত্র ১৩৭ রান। জবাবে ক্রিজে নেমে পুরো টুর্নামেন্টে ফ্লপ বেন স্টোকস দেখান যোগ্যতার পরিধিটা। তার ব্যাটেই ইংল্যান্ড ফাইনালটা নিজেদের করে নেয়। এক ওভার হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারির ৮০ হাজার ৪৬২জন দর্শক সামনে রেখে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জিতে ইংল্যান্ড।

অথচ, ৯২ এ অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে বিশ্বকাপে ইমরান খানের নেতৃত্বে ট্রফি জিতে পাকিস্তান। প্রতিপক্ষ ছিল সেই ইংল্যান্ড। সেমিতে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠা, ফাইনালে ইংল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পাওয়াসহ কিছুতিতে যেন ৩০ বছর আগের বিশ্বকাপের মিল পাওয়া যাচ্ছিল।

ক্রিকেট বিশ্লেষকরা যেন পাকিস্তানকে চ্যাম্পিয়নই করে রেখেছিলেন। এমনকি, ১৯৯২ সালে ক্রিকেট টুর্নামেন্টে দেশকে চ্যাম্পিয়ন করা পাকিস্তানের অধিনায়ক ইমরান খান পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী হওয়ার ধারাবাহিকতায় বাবর আজমকেও ভবিষ্যত প্রধানমন্ত্রীর আসনে বসাতে চেয়েছিলেন কেউ কেউ। তবে, সেই মেলবোর্নেই ৯২-এর প্রতিশোধ নিয়ে সব ভবিষ্যত বাণী মিথ্যে প্রমাণ করল ইংল্যান্ড।

এ নিয়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ^কাপ সেরার মুকুট পরল ইংল্যান্ড। ২০১০ আসরের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছিল ইংলিশরা।

আগের সাতটি আসরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ দু’বার, ভারত-পাকিস্তান-শ্রীলংকা-ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া একবার করে শিরোপা জিতে।

 

১৩ নভেম্বর ২০২২, ০৭:৫১পিএম, ঢাকা-বাংলাদেশ।