• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশের নবম আন্তর্জাতিক ক্রিকেট মাঠের যাত্রা শুরু

দেশের নবম আন্তর্জাতিক ক্রিকেট মাঠের যাত্রা শুরু

স্পোর্টস প্রতিবেদক

নারী এশিয়া কাপ টি২০ টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধনের মধ্য দিয়ে শুরুর মধ্য দিয়ে সিলেটে আরও একটি আন্তর্জাতিক মাঠের যাত্রা শুরু হয়েছে। যা দেশের নবম আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু।

শনিবার (১ অক্টোবর) বাংলাদেশ ও থাইল্যান্ডের ম্যাচ দিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ পেল আন্তর্জাতিক স্বীকৃতি।

সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বেলুন উড়িয়ে এশিয়া কাপ ও নতুন গ্রাউন্ডের উদ্বোধন করেন।

এটি বাংলাদেশের নবম আন্তর্জাতিক মাঠ এবং সিলেটে দ্বিতীয়। মূলত্য এটি আউটার গ্রাউন্ড হিসেবে পরিচিত ছিল। এবারের নারী এশিয়া কাপে প্রথম পাঁচদিনে নয়টি ম্যাচ হবে দুই নম্বর গ্রাউন্ডে। এরপরই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ফাইনালসহ বাকি ম্যাচগুলো।

এর আগে, ২০১৪ সালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পেয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটের স্বীকৃতি। দেশের অষ্টম ক্রিকেট ভেন্যুর স্বীকৃতি পাওয়া মাঠের পাশেই ৮ বছর পর দ্বিতীয় ভেন্যুটি পেল আন্তর্জাতিক স্বীকৃতি।

অভিষিক্ত মাঠটিতে থাকছে গ্রীণ গ্যালারি, সেন্টার ৯ উইকেটের পাশাপাশি দুই পাশে চারটি করে আটটি প্র্যাকটিস উইকেট। আন্তর্জাতিক মানের ড্রেসিংরুম থেকে শুরু সব কিছুই আছে এই গ্রাউন্ডে।

০১ অক্টোবর ২০২২, ০১:০১পিএম, ঢাকা-বাংলাদেশ।