• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপের ফাইনালে ব্যাটিংয়ে শ্রীলংকা

এশিয়া কাপের ফাইনালে ব্যাটিংয়ে শ্রীলংকা

স্পোর্টস প্রতিবেদক

ফাইনালে আগে দেখা হয়েছিল নির্ধারিত ম্যাচে। তার আগেই দুই দল ফাইনালে খেলা নিশ্চিত করেছিল। সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছিল শ্রীলংকা। টসও জিতেছিল স্বাগতিকরা।

অবশেষে এশিয়া কাপের মহারণ শুরু। ফাইনালে মুখোমুখি হয়েছে শ্রীলংকা ও পাকিস্তান। এবার টস জিতেছে পাকিস্তানের বাবর-রিজওয়ানরা। শ্রীলংকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে তারা।

রোববার রাতে দুবাই স্টেডিয়ামে শুরু হওয়া ফাইনালে লড়াই হবে কঠিন। এবার দেখার পালা কে হয় এশিয়া কাপের নতুন চ্যাম্পিয়ন।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন।

শ্রীলংকা একাদশ: কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা (অধিনায়ক), ভানুকা রাজাপাকসে, চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মাহিশ থিকশানা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা

 

১১ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৯পিএম, ঢাকা-বাংলাদেশ।