• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

ফাইনালের আগেই মুখোমুখি পাকিস্তান-শ্রীলংকা

ফাইনালের আগেই মুখোমুখি পাকিস্তান-শ্রীলংকা

স্পোর্টস প্রতিবেদক

ফাইনালে দেখা হবে দুই দলের। কিন্তু, তার আগেই যে তারা একবার মুখোমুখি হবেন তা ছিল পূর্বনির্ধারিত। সেই সূচি অনুযায়ী ফাইনালের আগেই মুখোমুখি দুই ফাইনালিস্টের।

শুক্রবার রাতে দুবাই স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিক শ্রীলংকা।

সুপার ফোর পর্বের শেষ ম্যাচে কে জিতল আর কে হারল তাতে দুই দলের কিছু যায় আসে না। কারণ, এরই মধ্যে ভারত ও আফগানিস্তান বিদায় নিয়েছে। তাই, নিয়ম রক্ষার ম্যাচে অনেকটা হালছাড়া ভাব দুই দলেরই। তবুও, খেলা বলে কথা। জেতার তাগদা থাকবে সবার। আর ১১ সেপ্টেম্বর চূড়ান্ত খেলায় সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করবে দুই দল।

পাকিস্তান একাদশ

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলি, উসমান কাদির, মোহাম্মদ নওয়াজ, হাসান আলি, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন

শ্রীলংকা একাদশ

দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকশানা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশাঙ্কা

০৯ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৭পিএম, ঢাকা-বাংলাদেশ।