• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিরল রেকর্ড গড়লেন ক্যারিবিয়ান ক্রিকেটার শাই হোপ

বিরল রেকর্ড গড়লেন ক্যারিবিয়ান ক্রিকেটার শাই হোপ

স্পোর্টস প্রতিবেদক

শততম ম্যাচে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছেন শাই হোপ। বিশ্বের দশম ও ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে শততম ম্যাচে সেঞ্চুরি করলেন হোপ।

শততম ওয়ানডেতে সেঞ্চুরি করে সর্বপ্রথম এই তালিকায় নাম তুলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ। ১৯৮৮ সালে শারজাহতে পাকিস্তানের বিপক্ষে নিজের শততম ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন গ্রিনিজ। অপরাজিত ১০২ রান করেছিলেন তিনি।

গ্রিনিজের পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিস গেইল ও রামনারায়েশ সারওয়ান শততম ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন। শততম ওয়ানডেতে সেঞ্চুরির নজির গড়েছেন নিউজিল্যান্ডের ক্রিস কেয়ানর্স, পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, ইংল্যান্ডের মার্কোস ট্রেসকোথিক, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও ভারতের শিখর ধাওয়ান।

হোপ নিজের শততম ওয়ানডেতে ৮টি চার ও ৩টি ছক্কায় ১৩৫ বলে ১১৫ রান করেন। তবে রেকর্ড সেঞ্চুরিতেও দলকে জেতাতে পারলেন না তিনি। তীরে এসে তরি ডুবে ওয়েস্ট ইন্ডিজের। ভারতের কাছে ২ উইকেটে ম্যাচ হারে ক্যারিবীয়রা।

২৫ জুলাই ২০২২, ০৯:১৯পিএম, ঢাকা-বাংলাদেশ।