• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোহানের পরিকল্পনা তিন ম্যাচ ঘিরেই

সোহানের পরিকল্পনা তিন ম্যাচ ঘিরেই

স্পোর্টস প্রতিবেদক

জিম্বাবুয়ের হারারে সোর্টস ক্লাব মাঠে অধিনায়ক হিসেবে প্রথমবার নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। মাত্র তিন ম্যাচের সিরিজের পর সময় বলে দেবে নেতৃত্ব স্থায়ী হবে কি না। সোহান নিজেও অনেক দূর ভাবতে চান না। তার পরিকল্পনা কেবল এই তিন ম্যাচ ঘিরেই। ৩০ জুলাই প্রথম ম্যাচ শুরু হবে।

অধিনায়কত্ব পাওয়ার পর রোববার (২৪ জুলাই) প্রথম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন নতুন অধিনায়ক সোহান। অল্প কথায় জানিয়েছেন, চ্যালেঞ্জ নিতে তিনি উন্মুখ। দলের অভ্যন্তরীণ পরিবেশটা সুন্দর রাখাই তার চ্যালেঞ্জ।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ভাবনার কথা জানান টি-টোয়েন্টির নতুন অধিনায়ক। বলেন, ‘সামনে যে চ্যালেঞ্জটা আছে, সেটা নিয়ে চিন্তাভাবনা করছি। খুব বেশি রোমাঞ্চ বা এসবের কোনো সুযোগ নেই। মনে হয়, দল হিসেবে সেরাটা দেওয়াই লক্ষ্য। অবশ্য অধিনায়কত্বটা বড় চ্যালেঞ্জ আমার জন্য।’

ঘরোয়া ক্রিকেট অধিনায়ক হিসেবে নামডাক আছে সোহানের। আগ্রাসী নেতৃত্ব পছন্দ করেন। সেইসঙ্গে দলের সবাইকে এক সুঁতোয় বাঁধতে চান। ২৮ বছর বয়সী এই কিপার-ব্যাটার বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে যখনই অধিনায়কত্ব করেছি, সবসময় আমার মাথায় একটাই চিন্তা থাকে, দল হিসেবে যেন খেলতে পারি। আমি চাই, জিম্বাবুয়েতেও যেন দল হিসেবে খেলতে পারি। মূল ব্যাপার হলো, দলের পরিবেশ যেন ভালো থাকে।’

এক সিরিজের জন্য নেতৃত্ব পাওয়া সোহান অনেক দূর ভবিষ্যতের দিকে তাকাচ্ছেন না। তিনি বলেন, ‘এক সিরিজের জন্য আমি নেতৃত্ব পেয়েছি। আমার ভাবনা এই তিন ম্যাচ নিয়েই। আমার মনে হয়, আমরা কীভাবে এখানে ভালো করতে পারি সেটাই গুরুত্বপূর্ণ। বিশেষ করে টি-টোয়েন্টিতে জিতবই এমন কথা নেই। অবশ্যই চেষ্টা থাকবে এবং প্রক্রিয়া অনুসরণ করতে পারলে ফল ইতিবাচক আসবে।’

এই কিপার ৯৩টি প্রথম শ্রেণির ম্যাচ, একশর বেশি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। প্রায় দেড়শ টি-টোয়েন্টি ম্যাচ জমা হয়েছে তার অভিজ্ঞতায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৩ ম্যাচে ১২.৯০ গড় ও ১১১.৯৮ স্ট্রাইক রেটে ২৭১ রান করেছেন সোহান। সর্বোচ্চ অপরাজিত ৩০।

২৪ জুলাই ২০২২, ১০:৩২পিএম, ঢাকা-বাংলাদেশ।