• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১৭৫ রানের ইনিংসে জবাব দিলেন মুশফিক

১৭৫ রানের ইনিংসে জবাব দিলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক

দীর্ঘদিন ফর্মহীন থাকায় মুশফিককে নিয়ে নানা রকম কথা ছড়িয়েছিল। জাতীয় দলে তার সুযোগ পাওয়া নিয়েও ইশারা ইঙ্গিতে বিসিবি কর্তারা খোঁচাও দিয়েছেন। সেই মুশফিক এবার খাদের কিনারে পড়া দলকে টেনে নিয়ে গেছেন চূড়ায়। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজ নির্ধারণী টেস্টে ১৭৫ রানে অপরাজিত  রয়েছেন মুশফিকুর রহিম। চট্টগ্রাম টেস্টেও শতক করেছিলেন তিনি।

চলতি মিরপুর টেস্টের আগেই তার নামের পাশে ছিল চারটি দেড়শ রানের ইনিংস। এবার সেটিকে পাঁচে উন্নীত করলেন মিস্টার ডিপেন্ডেবল।

মঙ্গলবার (২৪ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ১৭৫ রান করেন মুশফিক। মুশফিক ও লিটনের ব্যাটেই শুরুর ধাক্কা এড়িয়ে লড়ছে বাংলাদেশ। এর আগে মুশফিক ও লিটন ষষ্ঠ উইকেট জুটিতে বিশ্ব রেকর্ড করেছেন। লিটন দাস ব্যক্তিগত ১৪১ রানে সাজঘরে ফিরলেও অন্যপাশে একাই লড়ে যাচ্ছেন মুশফিক।

শেষ পর্যন্ত ১১৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৩৬১ রান। মুশফিক খেলছেন ১৭১ রান নিয়ে। চার মেরেছেন ২১ টি।

২৪ মে ২০২২, ০১:১৪পিএম, ঢাকা-বাংলাদেশ।