• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পর্তুগাল ছাড়া বিশ্বকাপ নয় : রোনালদো

পর্তুগাল ছাড়া বিশ্বকাপ নয় : রোনালদো

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপের টিকিট পেতে মঙ্গলবার দিবাগত রাতে (৩০ মার্চ) মাঠে নামবে পর্তুগাল। রাত ১২টা ৪৫-এ খেলাটি মাঠে গড়াবে। পর্তুগালের মুখোমুখি হবে উত্তর মেসিডোনিয়া। এই ম্যাচ জিতলেই কাতার বিশ্বকাপে চলে যাবে ক্রিস্টিয়ানো রোনালদো’র দল।

নিজের শেষ বিশ্বকাপের আসর যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন আত্মবিশ্বাসী রোনালদো বললেন উল্টো কথা। তিনি বলেছেন, ‘পর্তুগাল ছাড়া কাতার বিশ্বকাপ নয়’। রোনালদোর এমন বক্তব্যে সমর্থকদের মনে সাহস ও ভরসা বেড়েছে।

এর আগে বিশ্বকাপ বাছাইয়ে প্লে-অফের সেমিফাইনালে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে শেষ মুহূর্তে এসে গোল করে হারিয়ে দেয় উত্তর মেসিডোনিয়া। তবে ইতালিকে পারলেও পর্তুগালকে এভাবে বিদায় করতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন রোনালদো।

ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা মনে করেন, পর্তুগিজদের ছাড়া বিশ্বকাপই হবে না। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রোনালদো জানান, 'উত্তর মেসিডোনিয়া খুব ভাল দল। গোছানো দল। কিন্তু আমরা যদি নিজেদের শক্তি অনুযায়ী খেলতে পারি, বিশ্বের যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি।’

২৯ মার্চ ২০২২, ০২:১৩পিএম, ঢাকা-বাংলাদেশ।