• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শুরুতেই পাঁচ ইউকেট নেই, বিপদে বাংলাদেশ!

শুরুতেই পাঁচ ইউকেট নেই, বিপদে বাংলাদেশ!

প্রতিকী ছবি

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকা সফররত বাংলাদেশ ক্রিকেট দলের সামনে ইতিহাস গড়ার হাতছানি। প্রথম ওয়ানডেতে জয়ের পর এবার সিরিজ জয়ের আশা নিয়ে মাঠে নেমেছে টিম টাইগার। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। শুরুতেই ৫ ইউকেট হারিয়েছে তামিমরা।

রবিবার (২০ মার্চ) দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তামিম-সাকিবরা। কিন্তু খেলার শুরুতেই চার উইকেট হারিয়ে ঘোর বিপদে বাংলাদেশ দল।

এরই মধ্যে দুই ওপেনার তামিম ও লিটন দাস সাঁজঘরে ফিরেছেন। শূন্য রানে আউট হয়েছেন গত দিনের জয়ের নায়ক সাকিব আল হাসান। প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাট করছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ।

প্রতিবেদন লেখা পর্যন্ত ১২.৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩৪ রান করেছে বাংলাদেশ। শূন্য রানে ব্যাট করছেন রিয়াদ  ও আফিফ হোসেন।

২০ মার্চ ২০২২, ০৩:০৬পিএম, ঢাকা-বাংলাদেশ।