• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টেস্ট চ্যাম্পিয়নশিপ: ওয়েস্ট ইন্ডিজের ভুলে বাংলাদেশের উন্নতি

টেস্ট চ্যাম্পিয়নশিপ: ওয়েস্ট ইন্ডিজের ভুলে বাংলাদেশের উন্নতি

প্রতিকী ছবি

স্পোর্টস ডেস্ক

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে ৭ নম্বরে উঠে এসেছে টিম টাইগার। অ্যান্টিগা টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে ক্যারিবীয়দের দুই পয়েন্ট কেঁটে নিয়েছে আইসিসি। আর এতেই কপাল খুলেছে সাকিব-রিয়াদ বাহিনীর।

আইসিসি’র এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে বিবৃতিতে উইন্ডিজ দলের সকল ক্রিকেটারের ম্যাচ ফির ৪০ শতাংশ কেটে নেয়ার কথা জানিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা।

প্রসঙ্গত, টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারলে প্রত্যেক ওভারের জন্য ১ পয়েন্ট এবং প্রত্যেক ক্রিকেটারের ২০ শতাংশ জরিমানার বিধান রাখার নিয়ম রয়েছে।

১৫ মার্চ ২০২২, ০৭:০৯পিএম, ঢাকা-বাংলাদেশ।