• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইপিএলের দাপট ঠেকাতে পাকিস্তানের নয়া কৌশল!

আইপিএলের দাপট ঠেকাতে পাকিস্তানের নয়া কৌশল!

স্পোর্টস ডেস্ক

ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে মোড়ল ভারতীয় ‘আইপিএল’। পিছিয়ে নেই অস্ট্রেলিয়ার ‘বিগ ব্যাশ’। কিন্তু এবার সব হিসেব এলোমেলো করে দিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এই লিগে আইপিএলের মতো নিলামপ্রক্রিয়া ছিল না, বরং বিপিএলের মতো ড্রাফট পদ্ধতিতে খেলোয়াড় কিনেছে পিএসএলের দলগুলো।

খেলোয়াড় কেনায় নিলাম পদ্ধতি না থাকায় পিএসএল কিংবা বিপিএলের মতো লিগ আইপিলের সঙ্গে পেরে উঠছে না। তাই তো, এবার ভিন্ন কথা ভাবছে পিএসএল কর্তৃপক্ষ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান রমিজ রাজা বলেছেন, নিলাম পদ্ধতি না রেখে ড্রাফট পদ্ধতির কারণেই পিএসএল পিছিয়ে আছে। আমরা নিলামপ্রক্রিয়া চালু করলে খেলোয়াড়েরা আইপিএল নয়, বরং পিএসএলকেই প্রাধান্য দিতেন।

ইএসপিএন ক্রিক ইনফোকে দেয়া সাক্ষাৎকারে রমিজ রাজা বলেছেন, ‘আগামী মৌসুম থেকেই নিলামপ্রক্রিয়া চালু করব আমরা। এটি আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ। পিএসএলে এবার আমরা ব্যাপক সাড়া পেয়েছি। ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গে বসে এ নিয়ে আলোচনা করতে হবে।’

১৫ মার্চ ২০২২, ০৬:১৫পিএম, ঢাকা-বাংলাদেশ।