• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

রাষ্ট্রপতি পদে শূন্যতা চায় না বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

রাষ্ট্রপতি পদে শূন্যতা চায় না বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

এই মুহূর্তে রাষ্ট্রপতি পদ শূন্য হলে সাংবিধানিক সংকট তৈরির আশঙ্কা করছে বিএনপি।

বুধবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছিল বিএনপি কী রাষ্ট্রপতির পদত্যাগ চায় কী-না।

জবাবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, “এই মুহূর্তে সর্বোচ্চ এই রাষ্ট্রীয় পদে শূন্যতা সাংবিধানিক সংকট তৈরি সৃষ্টি করবে। যেটা জাতির কাছে কাম্য নয়।”

তিনি বলেন, “রাষ্ট্রপতির পদটা সর্বোচ্চ সাংবিধানিক পদ। এই পদে হঠাৎ করে পদত্যাগের মাধ্যমে হোক, শূন্যতা সৃষ্টি হলে সাংবিধানিকভাবে শূন্যতা সৃষ্টি হবে।”

সালাউদ্দিন আহমেদ বলেন, “রাষ্ট্রপতির পদত্যাগের কারণে রাষ্ট্রীয় সংকট সৃষ্টি হলে গণতন্ত্র উত্তরণের পথটা বিলম্বিত হয় বা বাধাগ্রস্ত হলে তা জাতির কাম্য হতে পারে না।”

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদ ও তার দোসররা নানারকম ষড়যন্ত্র করে এখানে অন্যকিছুর পায়তারা করতে পারে। সে কারণে আমরা সবাইকে সবাইকে সজাগ থাকার আহবান জানাচ্ছি।”

এর আগে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

২৩ অক্টোবর ২০২৪, ০৯:৫৭পিএম, ঢাকা-বাংলাদেশ।