• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময়ের উদ্যোগ

শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী ক্যাম্পাস চায় ছাত্রদল

শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী ক্যাম্পাস চায় ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর নতুন বাংলাদেশে নতুন দিনের ছাত্ররাজনীতির পথযাত্রার সূচনা করতে চায় ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এরই মধ্যে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মতবিনিময় সভা শুরু করেছে সংগঠনটি।

মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৌলভীবাজারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই দিন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বরিশাল মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সফর করেন। এ ছাড়া চট্টগ্রাম উত্তরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন ছাত্রদলের অপর একটি কেন্দ্রীয় টিম। ওই টিমে ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া ও সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান ছিলেন।

এদিকে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণঅভ্যুত্থান পরবর্তী স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীরা আগামী দিনে কেমন ছাত্ররাজনীতি দেখতে চায় সে বিষয়ে জানতেই মতবিনিময় সভার উদ্যোগ নেয়া হয়েছে। মতবিনিময় সভায় শিক্ষার্থীদের সামগ্রিক প্রত্যাশা ও আকাঙ্ক্ষা জানার চেষ্টা করবে সংগঠনটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই উদ্যোগ বাস্তবায়ন করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বৈরাচার শেখ হাসিনার অপশাসনের ১৭ বছরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টেন্ডারবাজি, চাঁদাবাজি, নির্যাতন, র‌্যাগিং, ছাত্র হত্যা, হল দখল, শিক্ষার্থীদের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করা সহ নানা অপকর্ম প্রতিষ্ঠা করেছিল সন্ত্রাসী ছাত্রলীগ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ক্যাম্পাসগুলোতে সুস্থ ধারার ছাত্ররাজনীতি প্রতিষ্ঠায় কাজ করবে ছাত্রদল। শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিতকরণ ও শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতি প্রচলনের নতুন ধারা প্রতিষ্ঠাই ছাত্রদলের মূল লক্ষ্য।

 

০১ অক্টোবর ২০২৪, ১১:৫২পিএম, ঢাকা-বাংলাদেশ।