• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পদত্যাগ করলেন ডা. মুরাদ: মা-বোনদের কাছে চাইলেন ক্ষমা

পদত্যাগ করলেন ডা. মুরাদ: মা-বোনদের কাছে চাইলেন ক্ষমা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

কুরুচিপূর্ণ, অশালীন ও বিতর্কিত নানা বক্তব্যের কারণে প্রধানমন্ত্রীর নির্দেশ অবশেষে পদত্যাগ করেছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। একই সঙ্গে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে দেশের সকল মা-বোনদের কাছে ক্ষমা চেয়েছেন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে এ ক্ষমা প্রার্থনা করেন তিনি।

ফেসবুক পোস্টে মুরাদ হাসান লেখেন, “আমি যদি কোন ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।”

শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি আস্থা জানিয়ে মুরাদ ফেসবুকে লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত মেনে নিবো আজীবন।”

এদিকে তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, পদত্যাগপত্রে 'ব্যক্তিগত কারণের' কথা উল্লেখ করেছেন ডা. মুরাদ হাসান।

এর আগে মুরাদ হাসানকে মঙ্গলবারের (৭ ডিসেম্বর) মধ্যে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সোমবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানান সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

এবি/এসএন

০৭ ডিসেম্বর ২০২১, ০২:৪৮পিএম, ঢাকা-বাংলাদেশ।