• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্কুল শিক্ষার্থীদের টিকা নয়, ফাইজারের আরও ভ্যাকসিন আসছে

স্কুল শিক্ষার্থীদের টিকা নয়, ফাইজারের আরও ভ্যাকসিন আসছে

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক

আঠারো বছরের নিচে শিশুদের আপাতত টিকা দেয়া হচ্ছে না। ১৮ বছরের কম বয়স্কদের টিকা দেয়ার আগে আরও পর্যবেক্ষণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই এটি নিয়ে নতুন করে পর্যালোচনার কথা ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। কাজেই স্কুল-কলেজের ১৮ বছরের শিক্ষার্থীরা এখনই টিকার আওতায় আসছে না। এদিকে যুক্তরাষ্ট্র থেকে আরও ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ফাইজারের টিকা দেশে পৌছেছে। সোমবার দিবাগত মধ্যরাতে টিকাবাহী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়ার আগে অধিকতর পর্যবেক্ষণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কাজেই আমরা আপাতত এটি নিয়ে আর ভাবছি না। ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়ার সম্ভাব্যতা যাচাই-বাছাই হবে। তার পর তাদের টিকা দেয়া হবে। এমনকি সিটি করপোরেশন এলাকার স্কুল শিক্ষার্থীদেরও এখন টিকা দেয়া হবে না।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৮২ লাখ ডোজ টিকা দেয়া হয়েছে। বর্তমানে দৈনিক ৫ লাখ করে টিকা দেয়া হচ্ছে। সে হিসেবে সপ্তাহে দেয়া হচ্ছে ৩০ লাখ এবং মাসে এক কোটি ২০ লাখ ডোজ টিকা দেয়া হচ্ছে। এভাবে টিকা কার্যক্রম চললে লক্ষ্যমাত্রা অনুযায়ী সব মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে।

টিকা সংরক্ষণে পর্যাপ্ত সক্ষমতা রয়েছে জানিয়ে ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, যেখানে যে ধরণের টিকা সংরক্ষণের সুযোগ আছে, সেখানে আমরা সেই ধরণের টিকা পাঠাচ্ছি। আল্ট্রা কোল্ড চেইনে ভ্যাকসিন সংরক্ষণের সক্ষমতা আমাদের রয়েছে। কাজেই টিকা সংরক্ষণ নিয়ে সমস্যা হবে না।

এদিকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) দেয়া তথ্য বলছে, দেশে এখন পর্যন্ত ৪২ লাখ ৩৮ হাজার ৯১০ ডোজ ফাইজারের টিকা এসেছে। ফাইজারের ৭৮ লাখ ডোজ টিকা সংরক্ষণের সক্ষমতা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের।

সোমবার মধ্যরাতে দেশে আরও ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ করোনাভাইরাসের টিকা দেশে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় পাওয়া এসব টিকা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সোমবার রাত ১১টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ফাইজারের ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ টিকা ঢাকায় পৌছায়।

এছাড়া মঙ্গলবার আরও দুটি চালানে যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের টিকা দেশে আসবে বলে জানিয়েছে সূত্রটি। এদিন প্রথম চালানে ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ এবং দ্বিতীয় চালানে আরও ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ফাইজারের টিকা শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে।

জানা গেছে, এর আগে করোনা টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ ফাইজারের টিকা বাংলাদেশে আসে। সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর ভোরে ২৫ লাখ ডোজ টিকা আসে দেশে। এ নিয়ে দেশে মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ ফাইজারের টিকা পেয়েছে বাংলাদেশ।

এছাড়া কোভ্যাক্সের আওতায় ফাইজার ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে দুই দফায় ৪২ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।

 

এবি/এসএন

০৫ অক্টোবর ২০২১, ০৩:২২পিএম, ঢাকা-বাংলাদেশ।