• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

ট্রেনের ধাক্কায় হাতি নিহতের ঘটনায় চালক সাময়িক বরখাস্ত

ট্রেনের ধাক্কায় হাতি নিহতের ঘটনায় চালক সাময়িক বরখাস্ত

জেলা প্রতিনিধি

গত ১৪ অক্টোবর কক্সবাজারের চুনতি অভয়ারণ্য এলাকায় ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়।

এ ঘটনার প্রেক্ষিতে কক্সবাজার স্পেশাল ট্রেনের লোকোমাস্টার জামাল উদ্দিনকে বুধবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের অনুরোধে এ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

উপদেষ্টার অনুরোধের পর, অভয়ারণ্য ও জাতীয় উদ্যান এলাকায় বন্যপ্রাণী সুরক্ষায় ট্রেনের গতি ২০ কিলোমিটারে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

২৪ অক্টোবর ২০২৪, ০৮:১৩পিএম, ঢাকা-বাংলাদেশ।