ট্রেনের ধাক্কায় হাতি নিহতের ঘটনায় চালক সাময়িক বরখাস্ত
গত ১৪ অক্টোবর কক্সবাজারের চুনতি অভয়ারণ্য এলাকায় ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়।
এ ঘটনার প্রেক্ষিতে কক্সবাজার স্পেশাল ট্রেনের লোকোমাস্টার জামাল উদ্দিনকে বুধবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের অনুরোধে এ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
উপদেষ্টার অনুরোধের পর, অভয়ারণ্য ও জাতীয় উদ্যান এলাকায় বন্যপ্রাণী সুরক্ষায় ট্রেনের গতি ২০ কিলোমিটারে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।