• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

শেরপুর ময়মনসিংহে বন্যা পরিস্থিতি স্থিতিশীল

শেরপুর ময়মনসিংহে বন্যা পরিস্থিতি স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক

শেরপুর ও ময়মনসিংহ জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। বন্যার পানি নেমে যাওয়ার সম্ভাবনাও খুব একটা দেখা যাচ্ছে না বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

রবিবার নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বন্যার পূর্বাভাস দেয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ বিভাগের কংস, জিঞ্জিরাম, সোমেশ্বরী ও পুরাতন ব্রক্ষপুত্র নদ-নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে।

শেরপুর জেলার ভুগাই নদী, নাকুয়াগাঁও এবং জামালপুর জেলার জিঞ্জিরাম নদী গোয়ালকান্দা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে আগামী ২৪ ঘন্টা পর্যন্ত ভুগাই নদীর পানি সমতল ধীর গতিতে হ্রাস পেতে পারে। শেরপুর ও ময়মনসিংহ জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

এ ছাড়া জামালপুর জেলার জিঞ্জিরাম নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় নেত্রকোণা জেলার কংস নদ ও সোমেশ্বরী নদীর পানি সমতল বিপদসীমা অতিক্রম করে সংশ্লিষ্ট কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

০৬ অক্টোবর ২০২৪, ০৩:৩০পিএম, ঢাকা-বাংলাদেশ।