• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

রাজধানীতে ২৭ লাখ টাকার মামলা দিল ট্রাফিক বিভাগ

রাজধানীতে ২৭ লাখ টাকার মামলা দিল ট্রাফিক বিভাগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৬২৭ টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সময়ে ২৬ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এসব অভিযান পরিচালনা করা হয়।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ডিএমপি।

এছাড়াও অভিযানের সময় ১৬৭ টি গাড়ি ডাম্পিং এবং ৫৫ টি গাড়ি রেকার করা হয়েছে। শনিবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে।

ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

০৬ অক্টোবর ২০২৪, ০৩:২৫পিএম, ঢাকা-বাংলাদেশ।