শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণে
হবিগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতির মতবিনিময়
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর নতুনধারার ছাত্ররাজনীতি ও শিক্ষার্থীদের মতামত জানতে কর্মসূচি শুরু করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এরই অংশ হিসেবে বুধবার হবিগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সফর করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। জেলার বৃন্দাবন সরকারি কলেজ, মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ ও শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন ছাত্রদল সভাপতি।
এই মতবিনিময় সভা ছাত্রছাত্রীদের প্রত্যাশা এবং নতুন দিনের ছাত্ররাজনীতিতে শিক্ষার্থীবান্ধব কাঠামো নির্মাণে সহায়ক হবে বলে জাতীয়তাবাদী ছাত্রদল দৃঢ়ভাবে বিশ্বাস করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বৈরাচার শেখ হাসিনার অপশাসনের ১৭ বছরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টেন্ডারবাজি, চাঁদাবাজি, নির্যাতন, র্যাগিং, ছাত্র হত্যা, হল দখল, শিক্ষার্থীদের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করা সহ নানা অপকর্ম প্রতিষ্ঠা করেছিল সন্ত্রাসী ছাত্রলীগ।
ক্যাম্পাসগুলোতে সুস্থ ধারার ছাত্ররাজনীতি প্রতিষ্ঠায় কাজ করবে ছাত্রদল। শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিতকরণ ও শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতি প্রচলনের নতুন ধারা প্রতিষ্ঠাই ছাত্রদলের মূল লক্ষ্য।