• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

ছাত্র আন্দোলনে হামলাকারী যুবলীগের সেই তিন নেতা গ্রেফতার

ছাত্র আন্দোলনে হামলাকারী যুবলীগের সেই তিন নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় পল্লবী থানার করা মামলায় যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ– ডিএমপি’র পল্লবী থানা পুলিশ। গ্রেফতাররা হল-বাউনিয়া এ ব্লকের যুবলীগের সভাপতি আব্দুর রহমান ওরফে সুজন, সি ব্লকের সাংঘঠনিক সম্পাদক মো. শাহীন খান ও সদস্য সোহেল।

মঙ্গলবার পল্লবী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত চৌঠা আগস্ট পল্লবী থানার মিরপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সড়কে আরও অনেকের সাথে আন্দোলনে অংশগ্রহণ করেছিলো মো. ইমরান।

‘সেসময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের ছোড়া গুলিতে মো. ইমরান গুরুতর আহত হয়।’

এরপর তাকে প্রথমে একটি ক্লিনিকে নিয়ে গেলে “আসামীদের ভয়ে” চিকিৎসা দেওয়া হয়নি। পরে তাকে অন্য একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মো. ইমরানকে মৃত ঘোষণা করেন।

০২ অক্টোবর ২০২৪, ০৪:০৯পিএম, ঢাকা-বাংলাদেশ।