বিএনপি নেতা শাহাদাতকে মেয়র ঘোষণা করলেন আদালত
নিজস্ব প্রতিবেদক
বিএনপি নেতা শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে আদালত আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দিয়ে ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনকে অবৈধ ঘোষণা করেছেন।
২০২১ এর ওই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তা বাতিল চেয়ে বিএনপি নেতা শাহাদাত হোসেন মামলা করেন। মামলায় ৯ জনকে আসামি করা হয়।