সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে শিশুসহ প্রাণ গেল ৬ জনের
সুনামগঞ্জের ধর্মপাশায় জয়শ্রী ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ধর্মপাশা থানার ওসি এনামুল হক।
তিনি গণমাধ্যমকে বলেন, সোমবার মধ্যরাতে ঘরে আগুন লাগে। রাত আড়াইটার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
জানা গেছে, আশ্রয়ণ প্রকল্পে মোট ৩৮টি ঘর রয়েছে। নিহতরা হল- এমারুল (৫০), পলি আক্তার (৪৫), পলাশ (৯), ফরহাদ (৭), ফাতেমা (৫) ও ওমর ফারুক (৩)।