• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

ডিসি পদে পদায়নে ঘুষ লেনদেন তদন্তে কমিটি

ডিসি পদে পদায়নে ঘুষ লেনদেন তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক

জেলা প্রশাসকের (ডিসি) পদায়নে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদীকে অভিযোগ তদন্তে নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তদন্ত কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারি সচিব কে এম ইয়াসির আরাফাত।

তিন কোটির চেক ক্যাশ দিয়ে ডিসির পদায়ন শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশের জেরে এ কমিটি করা হয়েছে।

৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৭পিএম, ঢাকা-বাংলাদেশ।