• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

নিখোঁজের ছয়দিন পর বৈষম্যবিরোধী শিক্ষার্থী উদ্ধার

নিখোঁজের ছয়দিন পর বৈষম্যবিরোধী শিক্ষার্থী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নিখোঁজ হওয়ার ছয়দিন পর খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া কলেজ শিক্ষার্থী কদরুল হাসানকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের সময় তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। খবর বিবিসির 

বুধবার ভোরে খুলনা নগরের দারোগার লেনে সুলতানিয়া আহম্মেদ জামে মসজিদ এলাকা থেকে উদ্ধার করা হয়।

পরে কদরুল হাসানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তার সাথে ঠিক কী হয়েছিল বা এতদিন কোথায় ছিলেন, সেটি এখনও জানা যায়নি বলে জানিয়েছেন লবণচরা থানার এসআই অনুপ কুমার।

১১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৯পিএম, ঢাকা-বাংলাদেশ।