• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

২০২৪ সালের নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়নি- প্রধান নির্বাচন কমিশনার

২০২৪ সালের নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়নি- প্রধান নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ২০২৪ এর নির্বাচন যেহেতু একদলীয় ছিল, কাজেই এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনও আবশ্যকতা ছিল না। নির্বাচন একটি দলের ভেতরেই হয়েছে “।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের পদত্যাগের ঘোষণা দিয়ে কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপিসহ সমমনা দলগুলো নির্বাচনে অংশ না নেয়ায় ২০২৪ সালের নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়নি। তবে ২০১৮ ও ১৩ সালের মতো ২০২৪ এর নির্বাচন ব্যাপক ভাবে বিতর্কিত হয়নি।

নির্বাচন পদ্ধতিতে সংস্কারের প্রয়োজন উল্লেখ করেন তিনি প্রতিনিধিত্বমূলক নির্বাচনের কিছু প্রস্তাবনা রাখেন। এর মাঝে “নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে” নির্বাচন হলে উদ্দেশ্য আরও সুনিশ্চিত হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

০৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪২পিএম, ঢাকা-বাংলাদেশ।