শেখ হাসিনার পতনের এক মাস
গণআন্দোলনের মুখে ৫ আগস্ট দুপুরে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। এখনও ভারতেই আছেন হাসিনা।
শিক্ষার্থী বিক্ষোভের শুরু হয়েছিল জুলাই মাসের শুরুতে উচ্চ আদালতের রায়কে কেন্দ্র করে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে। ২০১৮ সালে কোটা বাতিলের সরকারি প্রজ্ঞাপন বাতিল করে আদালত।
তবে আলোচনা বা রাজনৈতিক সমাধানের পথে না গিয়ে আন্দোলন দমনে বলপ্রয়োগ করতে থাকে সারকার। সরকারের একের পর এক বক্তব্য, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছাত্রলীগের গুলি-হামলা ও নিপীড়নে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। এক পর্যায়ে বিক্ষোভ গণআন্দোলনে রূপ নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইন্টারনেট বন্ধ রেখে কারফিউ জারি করলেও আন্দোলন থামেনি। পাঁচ সপ্তাহে শত-শত মানুষের মৃত্যু হয়, যার পূর্ণাঙ্গ হিসেব এখনো পাওয়া যায়নি। দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি রক্তপাতের মধ্য দিয়ে পতন ঘটে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকারের।