• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

২৪ গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দেবে সিআরপি

২৪ গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা দেবে সিআরপি

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসার উদ্যোগ নিয়েছে সেন্টার ফর দি রিহ্যাবিলিটেশন অব দি প্যারালাইজড (সিআরপি)। এছাড়া শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনে আহত সাধারণ মানুষের আর্থিক অবস্থা বিবেচনা সাপেক্ষে সেবা দেবে প্রতিষ্ঠানটি।

বুধবার (৪ সেপ্টেম্বর) সিআরপির ফেসবুক পোস্টে এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আন্দোলনকারী হাজার হাজার মানুষ আহত হয়েছে। আহতদের অনেকেই সঠিক চিকিৎসার অভাবে পঙ্গুত্বের শিকার হচ্ছে। তাই, আন্দোলনে সারাদেশে আহত শিক্ষার্থীদের বিনামূল্যে সেবা দেবে সিআরপি।

প্রসঙ্গত, ১৯৭৯ সালে ব্রিটিশ ফিজিওথেরাপিস্ট ভ্যালেরী এ্যান টেইলর সিআরপি প্রতিষ্ঠা করেন। বর্তমানে ট্রাস্ট ফর দি রিহ্যাবিলিটেশন অব দি প্যারালাইজড (টিআরপি) এর মাধ্যমে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি। এটি অলাভজনক এবং বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে ধনী-গরীব নির্বিশেষে মেরুরজ্জুতে আঘাত, স্নায়বিক ও অস্থি হাড়-সংক্রান্ত সমস্যাযুক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন সেবা প্রদান করে থাকে।

সিআরপি থেকে সেবা পেতে করণীয়

ডিজিটাল প্ল্যাটফর্ম 'বাংলা এইড' অ্যাপের মাধ্যমে নিবন্ধন ও অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা যাবে। ‘বাংলা এইড’ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে।

যা যা লাগবে-
→ পূর্বের প্রেসক্রিপশনসমূহ ও মেডিকেল রিপোর্ট
→ স্টুডেন্ট আইডি কার্ড (স্টুডেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য)/ভোটার আইডি কার্ড/জন্ম সনদ

যে সব সেবা দেবে সিআরপি

মেরুরজ্জুতে আঘাত, স্নায়বিক ও অস্থি হাড়-সংক্রান্ত সমস্যাযুক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন সেবা মেডিকেল কেয়ার, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপি, কৃত্রিম হাত-পা তৈরি ও সংযোজন, মানসিক স্বাস্থ্য সেবা ও সাইকো-সোশ্যাল কাউন্সেলিং কারিগরি প্রশিক্ষণ সহায়তা।

০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৩পিএম, ঢাকা-বাংলাদেশ।