• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

কাদের-আইভী-শামীম ওসমান সহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

কাদের-আইভী-শামীম ওসমান সহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিসহ আওয়ামী লীগের ১৩০ নেতা-কর্মীর বিরুদ্ধে নারায়ণগঞ্জে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গার্মেন্টস কর্মী মিনারুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় এ মামলা দায়ের করা হয় বলে বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসসের খবরে বলা হয়েছে।

খবরে বলা হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও নিহতের ঘটনায় নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় এ নিয়ে ৩২টি মামলা হলেও এই প্রথম সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বাসসকে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৪পিএম, ঢাকা-বাংলাদেশ।