চুয়াডাঙ্গায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আনোয়ার হোসেন মিন্টু নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে জীবননগর থানার ওসি মো. আব্দুল খালেকের নেতৃত্বে অভিযান চালানো হয়।
জীবননগর থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগরের আন্দুলবাড়িয়া বাজারে শিমুল হোটেলে অভিযান চালায় পুলিশ। এসময় অবৈধ অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ আনোয়ার হোসেন মিন্টুকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আনোয়ার হোসেন মিন্টু জীবননগর উপজেলার হরিহরনগর স্কুলপাড়ার মুন্নার ছেলে।
জীবননগর থানার ওসি মো. আব্দুল খালেক বলেন, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে।