মানবিক সহায়তার আবেদন
ছোট্ট সন্তানের জন্য বাঁচতে চায় মেধাবী মঞ্জুয়ারা

মঞ্জুয়ারা খাতুন। উচ্চশিক্ষার গণ্ডি পেরিয়ে বাবা-মা ও পরিবারের স্বপ্ন পূরনের আকাঙ্খা নিয়ে এগিয়ে চলা এক নারীর নাম। সাতক্ষীরার তালা উপজেলার মেধাবী মঞ্জুয়ারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগ (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। পড়াশুনা শেষ করে সহপাঠীরা যখন চাকরি ও ক্যারিয়ার গঠনের স্বপ্ন নিয়ে ব্যস্ত, মঞ্জুয়ারা তখন অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায়।
দুরারোগ্য ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মঞ্জুয়ারা খাতুন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার উন্নত চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এর আগে মঞ্জুয়ারার সহপাঠী, বন্ধু-বান্ধব ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন আর্থিক সহায়তা দিয়েছে। আরও উন্নত চিকিৎসার জন্য আরও অর্থের প্রয়োজন। যার সংকুলান বেশ কঠিন হয়ে পড়েছে।
এ অবস্থায় মঞ্জুয়ারার সহপাঠী ও বন্ধু-বান্ধবরা সামর্থবানদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। তারা বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও সামর্থবানদের দারে দারে ঘুরছেন।
মুঞ্জুয়ারার একটি শিশু সন্তান রয়েছে। অবুঝ সন্তানের মুখের দিকে তাকিয়ে আরও কিছুদিন বেঁচে থাকাতে চান এই মেধাবী ছাত্রী।
মঞ্জুয়ারাকে সহায়তা পাঠান-
বিকাশ ও নগদ একাউন্ট (পারসোনাল) : 01756565627.
ডাচ বাংলা ব্যাংক: Holder Name: Md. Abutuhin Shaikh, Account No: 2651050002761.